প্রকাশিত: Fri, Dec 1, 2023 11:52 AM
আপডেট: Fri, May 9, 2025 10:15 AM

১.কতো ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাচ্ছে!

সালেহ বিপ্লব: ২. বৃহস্পতিবার বিকেলে মিন্টো রোড ক্রস করার সময় মনে পড়লো, বাংলাদেশ থেকে হারিয়ে গেছে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। একটি বাড়ি। ২৯, মিন্টো রোড।

৩. আড়াই একর জায়গার ওপর লাল রঙের বাংলোটি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত। 

৪. ১৯৯১ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই বাসায় ওঠেন। সংসদ থেকে পদত্যাগের পর ছেড়ে দিয়ে সুধা সদনে ফেরেন।

৫. শেখ হাসিনার পর আর কোনো বিরোধীদলীয় নেতা বাড়িটিতে বসবাস করেননি। 

৬. ১৯৯৬ সালের নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অফিস হিসেবে ব্যবহার হতো বাড়িটি।

৭. এরপর আর কেউ থাকেন না বাড়িটিতে। 

৮. গণপূর্তের তিনজন অস্থায়ী কর্মচারী বাড়িটি দেখাশোনা করে, খবর নিয়ে জানলাম। 

৯. এখন মনে হচ্ছে কী জানেন, ২৯ মিন্টো রোডের লাল বাড়িটি  শুধু নয়। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকেই আমরা ধ্বংস করে দিয়েছি।